বুধপাড়া কালীমন্দির নাটোর
নাটোর জেলা লালপুর উপজেলার বুধপাড়ায় প্রায় ৫০০ বছরের পুরনো এই কালীমন্দিরটি অবস্থিত। উপমহাদেশে নবাবী আমল এ মন্দিরটি স্থাপন করা হয় । আর নবাব আলিবর্দি খানের আমলের বর্গীয় হাঙ্গামা শুরু হয়। এই অন্যায় অত্যাচার থেকে বাঁচতে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ ঘর কংস বনিক নাটোরের বুধপাড়ায় আসে এবং বসতি স্থাপন করে। তারা কালী পূজার জন্য খড়ের ঘরে একটি মন্দির তৈরি করেন। যা কালীমন্দির নামে পরিচিত। সমগ্র দেশ জুড়ে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।
পরবর্তীতে এই মন্দিরটিকে পাকা দালানে রূপান্তিত করা হয়। অতীতের মন্দিরের নামে অধিক জমে থাকলেও বর্তমানে রয়েছে। কালী মন্দির ও গোবিন্দ চত্বর মিলে ৮বিঘা জমির অস্তিত্ব রয়েছে। পূজা পার্বণ ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থান থেকে বুধপাড়া কালী মন্দির দর্শনে আসেন। বাংলার কার্তিক মাসে এই মন্দিরে মহাধুমধামে কালী পূজা অনুষ্ঠিত হয়। পূজার উপলক্ষে মেলার আয়োজন হয়ে থাকে।এই মেলায় সকল শ্রেণী পেশার মানুষের আনাগোনা দেখা যায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url